অফিসের নাগরিক সেবাঃ
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের দায়িত্ব হল সকল শ্রেনীর চাষি দের কে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসুক ও কার্যকর সম্প্রসারন সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।
১.অফিস/দপ্তরের নাম:উপজেলা কৃষি অফিসারেরে কার্যালয় ফরিদপুর সদর ফরিদপুর।
২.সেবাপ্রদানের বিষয়:
# সকল শ্রেণীর কৃষক দের জন্য কৃষি সম্প্রসারন সহায়তা প্রদান
# কৃষকের মাঝে কৃষি প্রযুক্তি সম্প্রসারন
# মানব সম্পদ উন্নয়ন
# কৃষি উৎপাদনে সমস্যা দি চিহ্নিত করন ও সমাধানে অন্যান্য সংস্থার সাথে যৌথ কার্যক্রম গ্রহন।
# উপকরন চাহিদা নিরুপন ও প্রাপ্যতা নিশ্চিত করন।
# উৎপাদন,সংগ্রহ ও বিতরনে অন্যান্য সংস্থাকে সহায়তা করা।
# গবেষনার জন্য প্রযুক্তি চাহিদা নিরুপন।
# কৃষক পর্যায়ে মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষনে প্রযুক্তি সহায়তা।
# নারীকে কৃষির মূল স্রোতে সম্পৃক্ত করন।
# উচ্চ মূল্য ফসলের আবাদ বৃদ্ধি
# দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি পুনর্বাসন।
# মানসম্পন্ন কৃষিপন্য আমদানী ও রপ্তানি নিশ্চিত করন।
# কীট নাশক,সার ইত্যাদির মান নিয়ন্ত্রন ও সুষম ব্যবহার নিশ্চিত করন
# উৎপাদন খরচ নির্নয়ের মাধ্যামে কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা করন।
# পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারন।
# পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচের পানির দক্ষ ব্যবহার নিশ্চিত করন।
# ফল ও সজ্বী চাষ সম্প্রসারনে সহায়তা প্রদান।
# বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন নিশ্চিত করন।
# কৃষি তথ্য প্রযুক্তির উন্নয়ন সাধন।
৩. সেবা প্রদানের নুন্যতম সময় সীমা: সকাল ৯.০০ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা। এ ছাড়া জরুরি প্রয়োজনে সার্বক্ষনিক সেবা প্রদান
৪. সেবা প্রদানে আইনানুগ ফি/ব্যায়: নাই
৫.দায়িত্ব প্রাপ্ত কর্মকতার নাম: মোঃ হারুন অর রশীদ
উপজেলা কৃষি কর্মকর্তা
ফরিদপুর সদর, ফরিদপুর
৬. দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার টেলিফোন নম্বর-৬৪২৯১,০১৭১২২২০৩৪৯
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS