Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ধানের পাতা পোড়া/ ব্যাকটেরিয়াল ব্লাইট রোগ দমনে করণীয়:
বিস্তারিত

ধানের পাতা পোড়া/ ব্যাকটেরিয়াল ব্লাইট রোগ দমনে করণীয়:

✔️লক্ষণ : পাতার আগা থেকে দুইপাশ মরে আসবে। নিচের দিক পর্যন্ত শুকিয়ে যাবে। 

 ➡️ঝড় বৃষ্টির পর জমিতে প্রথমে ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া (বিএলবি) রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 

🔰করনীয়:

✔️ঝড়-বৃষ্টির পর পরই অবশ্যই ইউরিয়া সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। 

✔️ ঝড়-বৃষ্টি থেমে যাওয়ার পর বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার এবং সাড়ে তিন কেজি জিপসাম অথবা ৫০০ গ্রাম কুমুলাস/থিওভিট দিবেন।

অথবা 

✔ থোড় অবস্থা পার হলে-

১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ সার, ৬০গ্রাম সালফার গ্রুপের থিওভিট/ কুমুলাস এবং ২০ গ্রাম জিংক ভালোভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।

তথ্য: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
30/03/2023
আর্কাইভ তারিখ
30/06/2023